হাওর বার্তা দেস্কঃ করদাতাদের আয়কর পরিশোধের সুবিধার জন্য বুধ ও বৃহস্পতিবার সব ব্যাংক রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। আজ সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে এই নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, করদাতাগণের আয়কর পরিশোধের সুবিধার্থে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে তফসিলি ব্যাংকের শাখাসমূহ ২৯ ও ৩০ নভেম্বর (বুধ ও বৃহস্পতিবার) রাত ৮টা পর্যন্ত আয়কর চালান জমা/পে-অর্ডার সুবিধা প্রদানের জন্য খোলা থাকবে।
ব্যক্তি শ্রেণির আয়কর দাতাদের আয়কর ও আয়কর বিবরণি জমা দেওয়া নভেম্বর মাসজুড়ে চলছে। ৩০ নভেম্বর তা জমা দেওয়ার শেষ দিন।