ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

মানবতাবোধ থাকলে কেক কাটতেন না খালেদা : নাসিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০১৫
  • ২৫০ বার

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বেগম খালেদা জিয়া প্রতিহিংসার রাজনীতি করবেন না বলে ঘোষণা দিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। অথচ কয়েকদিন আগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের দিন রঙিন শাড়ী পরে কেক কেটে উৎসব পালন করেছেন। তা কি প্রতিহিংসার রাজনীতি নয়? ওই দিন জাতির জনককে হত্যা করা হয়েছে, ছোট্ট শিশু রাসেলকেও নির্মমভাবে মেরে ফেলা হয়েছে। মানবতাবোধ থাকলে তিনি কেক কেটে উৎসব পালন করতেন না।

বুধবার সন্ধ্যায় বাজার ষ্টেশন মুক্তির সোপান চত্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা কৃষক লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম আরও বলেন, ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। তারপরও ভারতীয় হাই কমিশনারের কার্যালয় শোক দিবসকে সম্মান জানাতে কোনো উৎসব পালন করে না। অথচ আমার দেশের নেত্রী হয়ে তিনি কেক কেটে উৎসব করেন।

বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে নাসিম বলেন, ৭ বছরের শেখ হাসিনার সরকার বিদ্যুৎ সমস্যার সমাধান করেছে, কৃষক সার পাচ্ছে, পানি পাচ্ছে। গ্রাম-গঞ্জে ডাক্তার দেওয়া হয়েছে, প্রতি বছর ছাত্র-ছাত্রীদের বিনামুল্যে বই দেওয়া হচ্ছে। এ ছাড়া বিনা রক্তপাতে ছিটমহল উদ্ধার, মায়ানমারের কাছে সমুদ্রসীমা উদ্ধার করা হয়েছে।

বাজার স্টেশন মুক্তির সোপান চত্বরে জেলা কৃষক লীগের সভাপতি রফি খন্দকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির পরিচালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সুইট, জেলা আওয়ামী লীগ নেতা এ্যাড. কে এম হোসেন আলী হাসান, সিরাজুল ইসলাম খান, বিমল কুমার দাস, এ্যাড. আব্দুর রহমান, যুবলীগের সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল হাকিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন, সাধারণ সম্পাদক একরামুল হক প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

মদনে শীতার্তের মাঝে নবধারা’র শীতবস্ত্র বিতরণ

মানবতাবোধ থাকলে কেক কাটতেন না খালেদা : নাসিম

আপডেট টাইম : ১২:৩৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০১৫

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বেগম খালেদা জিয়া প্রতিহিংসার রাজনীতি করবেন না বলে ঘোষণা দিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। অথচ কয়েকদিন আগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের দিন রঙিন শাড়ী পরে কেক কেটে উৎসব পালন করেছেন। তা কি প্রতিহিংসার রাজনীতি নয়? ওই দিন জাতির জনককে হত্যা করা হয়েছে, ছোট্ট শিশু রাসেলকেও নির্মমভাবে মেরে ফেলা হয়েছে। মানবতাবোধ থাকলে তিনি কেক কেটে উৎসব পালন করতেন না।

বুধবার সন্ধ্যায় বাজার ষ্টেশন মুক্তির সোপান চত্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা কৃষক লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম আরও বলেন, ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। তারপরও ভারতীয় হাই কমিশনারের কার্যালয় শোক দিবসকে সম্মান জানাতে কোনো উৎসব পালন করে না। অথচ আমার দেশের নেত্রী হয়ে তিনি কেক কেটে উৎসব করেন।

বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে নাসিম বলেন, ৭ বছরের শেখ হাসিনার সরকার বিদ্যুৎ সমস্যার সমাধান করেছে, কৃষক সার পাচ্ছে, পানি পাচ্ছে। গ্রাম-গঞ্জে ডাক্তার দেওয়া হয়েছে, প্রতি বছর ছাত্র-ছাত্রীদের বিনামুল্যে বই দেওয়া হচ্ছে। এ ছাড়া বিনা রক্তপাতে ছিটমহল উদ্ধার, মায়ানমারের কাছে সমুদ্রসীমা উদ্ধার করা হয়েছে।

বাজার স্টেশন মুক্তির সোপান চত্বরে জেলা কৃষক লীগের সভাপতি রফি খন্দকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির পরিচালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সুইট, জেলা আওয়ামী লীগ নেতা এ্যাড. কে এম হোসেন আলী হাসান, সিরাজুল ইসলাম খান, বিমল কুমার দাস, এ্যাড. আব্দুর রহমান, যুবলীগের সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল হাকিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন, সাধারণ সম্পাদক একরামুল হক প্রমুখ।