হাওর বার্তা ডেস্কঃ ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের কোদালিয়া গ্রামে আমন ধান কাটা শুরু হয়েছে।
আজ ওই গ্রামের কৃষক তিতাসের জমিতে ব্রি-৪৯ জাতের ধান কেটে উদ্বোধন করেন জেলা প্রশাসক জাকির হোসেন।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. খান মো. মনিরুজ্জামান, হরিশংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুমসহ কৃষি বিভাগের কর্মকতারা উপস্থিত ছিলেন।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. খান মো. মনিরুজ্জামান জানান, কৃষি বিভাগের প্রযুক্তিগত সহযোগীতায় ৮০ ভাগ লাইন লোগো, ৬০ ভাগ লোগো ও ১০০ ভাগ পার্চিং এর মাধ্যমে এ এলাকায় ধানের আবাদ করা হয়েছে। এতে ধানের বাম্পার ফলন হয়েছে বলেও জানান তিনি।