হাওর বার্তা ডেস্কঃ রোহিঙ্গাদের সহায়তায় আরও এক কোটি ২০ লাখ ইউরো দিতে যাচ্ছে যুক্তরাজ্য। যুক্তরাজ্য সরকারের উন্নয়ন সংস্থা ডিএফআইডির সেক্রেটারি পেনি মরডন্ট কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে গত শনিবার নতুন করে এই অর্থ সহায়তার ঘোষণা দেন বলে গত সোমবার ঢাকার যুক্তরাজ্য হাইকমিশন থেকে জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের এক কোটি ২০ লাখ ইউরো অর্থ সহায়তা নিয়ে ২৫ অাগস্টের পর থেকে রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্যের সহায়তার মোট পরিমাণ দাঁড়াবে পাঁচ কোটি ৯০ লাখ ইউরোতে। চলমান রোহিঙ্গা সঙ্কটের মধ্যে নতুন এই অর্থ সহায়তা জরুরি খাদ্য সরবরাহ এবং আসছে ফেব্রুয়ারি থেকে রোহিঙ্গাদের জন্য বৈশ্বিক অর্থ সহায়তা কমতে শুরু করার মধ্যে কারও জীবন যেন ঝুঁকির মুখে না পড়ে তা নিশ্চিতে ব্যয় হবে।
যুক্তরাজ্য এখনকার মতো ভবিষ্যতেও এ সঙ্কটে রোহিঙ্গা জনগোষ্ঠী ও বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বাস দেন কক্সবাজারে উদ্বাস্তু ক্যাম্প সফর করে আসা ডিএফআইডি সেক্রেটারি মরডন্ট। বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্বাস্তু ক্যাম্প সফরকালে তিনি রাখাইন থেকে জোরপূর্বক বাস্তুচ্যূত অনেক নারী-পুরুষ ও শিশুদের সঙ্গে কথা বলেন, তাদের প্রতি অত্যাচার-নির্যাতনের বর্ণনা শোনেন।
রোহিঙ্গাদের বাস্তুচ্যূত করার ঘটনাকে জাতিগত নির্মূল অভিযান আখ্যায়িত করে পেনি মরডন্ট বলেন, বার্মিজ সেনাবাহিনীকে এই অমানবিক সহিংসতা অবশ্যই বন্ধ করতে হবে। বার্মায় যাদের প্রয়োজন তাদের কাছে জন্য শর্তহীন মানবিক সহায়তা পৌঁছানোর নিশ্চয়তা দিতে হবে। পরিবারগুলোর নিজেদের বাড়িঘরে ফেরা অবশ্যই নিরাপদ ও সম্মানজনকভাবে হতে হবে।