হাওর বার্তা ডেস্কঃ চাঁদপুরে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। আজ দুপুরে সদর উপজেলা মিলনাতয়নে বিনামূল্যে এসব সামগ্রী কৃষকদের হাতে তুলে দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি এমপি।
এ সময় ডা. দীপু মনি বলেন, “বতর্মান সরকার কৃষিবান্ধব সরকার। তাই কৃষকদের যে কোনো ধরনের সহযোগিতার জন্য এই সরকার প্রস্তুত রয়েছে।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা দিল আতিয়া পারভীন, বিশিষ্ট রাজনীতিক অ্যাডভোকেট জহিরুল ইসলাম, নুরুল ইসলাম নাজিম দেওয়ান, অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান প্রমুখ।
সদর উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের আয়োজনে অনুষ্ঠানে প্রায় সাত শ কৃষককে বিনামূল্যে বীজ, সার ও কীটনাশক প্রদান করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও উপকরণ পাওয়া নির্বাচিত কৃষকরা উপস্থিত ছিলেন।