হাওর বার্তা ডেস্কঃ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলের ঐক্য অটুট রয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বেই ১৪ দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। টানা তৃতীয়বারের মতো আমরা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।
আজ বেলা সাড়ে ১১টায় রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের বাংলোয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
জাসদ সভাপতি জাসানুল হক ইনুর প্রতি ইঙ্গিত করে দিলীপ বড়ুয়া বলেন, জোটভুক্ত সব দলের সব চাওয়া পূরণ হবে তার কোনো নিশ্চয়তা নেই। আমি তো মন্ত্রীও না, এমপিও না। আমার তো কিছু নেই। পাওয়ার জন্য তো আমি রাজনীতি করছি না। কাজেই না পাওয়ার বেদনা থেকে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেয়া সঠিক হবে না।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের ঐক্যকে অটুট রাখতে হবে। একই সঙ্গে সব প্রগতিশীল শক্তিকে এক হতে হবে। এখানে ৮০ পয়সা বা ২০ পয়সার প্রশ্ন নয়। এখানে রাজনৈতিক অস্তিত্বের প্রশ্ন।
ঐতিহাসিক প্রয়োজনেই ১৪ দলের প্রয়োজন রয়েছে। কারণ, ১৪ দল যুদ্ধাপরাধীদের বিচার করেছে বলে মন্তব্য করেছেন তিনি।
মতবিনিময় সভায় আগামী নির্বাচনে ১৪ দলের অবয়ব বৃদ্ধি হতে পারে উল্লেখ করে দিলীপ বড়ুয়া বলেন, আমরা আগামী নির্বাচনে বাস্তবসম্মতভাবে চারটি আসন চাইবো।
জামায়াত-বিএনপির সমালোচনা করে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক বলেন, রাজনৈতিভাবে জামায়াত দ্বারা বিএনপি নিয়ন্ত্রিত। এই বিএনপির নেতৃত্বে বাংলাদেশে জনগণের কল্যাণমূখী কোনো কাজ হওয়ার সম্ভাবনা তো নেই, মুক্তিযুদ্ধের চেতনাকেও সমুন্নত রাখার বাস্তব অবস্থা নেই।
মতবিনিময় সভায় সাম্যবাদী দলের পলিটব্যুরো সদস্য লুৎফর রহমান, উপদেষ্টা বীরেন সাহা, ওমর ফারুক, রাজশাহী মহানগরের আহ্বায়ক সিদ্দিকুর রহমান, সদস্য সচিব মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।