তব হস্তভরা রঙ্গিন কাঁকন
প্রাণে মম রিনি ঝিনি বাজে,
দুচোখেতে নীলিম আকাশ
তব বুক ভরা ভারী লাজে ।
পুষ্প মালা শোভিত কবরী
মনোলোভা রুপ অঙ্গে ধরে,
হাসো যখন রঙিন ঠোঁটে
প্রেমাচল মধুরিমায় ভরে ।
তব ললাটে আঁকা লালটিপ
মম হৃদয়ের পুবাকাশে উঠে,
ঊষালয়ের রক্তিম আবীর তব
কপোলের কোমলতায় ফুটে ।