হাওর বার্তা ডেস্কঃ নতুন বছরে মেস-বাড়িভাড়া স্বাভাবিক রাখার দাবি জানিয়েছেন ‘বাংলাদেশ মেস সংঘ’ নামে একটি সংগঠন।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, রাজধানীতে দিন দিন মেস-বাড়িভাড়া বেড়েই চলেছে। বাড়ি মালিকরা প্রতি বছরই নানা অযুহাতে বাসাভাড়া বাড়িয়ে দেন। নতুন বছরকে সামনে রেখে আবারও বাসাভাড়া বাড়ানোর পায়তারা করছেন তারা।
তারা বলেন, এতে করে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন নিম্ন আয়ের মানুষ। সেই সঙ্গে বিপদ বেড়েছে নিম্ন মধ্যবিত্তদেরও। তারা না পারছেন একবারে বস্তিতে গিয়ে থাকতে, না পারছেন ভাল বাসায় থাকতে। কারণ লাগামহীনভাবে বেড়েই চলেছে বাসাভাড়া।
তারা আরও বলেন, বাড়িভাড়া এভাবে বাড়তে থাকলে সাধারণ মানুষের রাস্তায় থাকা ছাড়া কোনো উপায় থাকবে না। বাড়ি মালিকরা যেন কথায় কথায় ভাড়া বাড়াতে না পারে সেই লক্ষ্যে বাড়িভাড়া আইন বাস্তবায়নে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান তারা।
আয়োজক সংগঠনের সভাপতি হাবিবুর রহমান মনির সভাপতিত্বে উপস্থিত মানবন্ধনে উপস্থিত ছিলেন, সংগঠনের মহাসচিব আয়াতুল্লাহ আকতার, সদস্য সৈয়দ আকতার সিরাজী, কাজি হাসান জিল্টু প্রমুখ।