হাওর বার্তা ডেস্কঃ দক্ষিণ এশিয়ায় লিঙ্গ সমতা সূচকে ক্ষেত্রে আবারো এগিয়ে রয়েছে বাংলাদেশ। গত বছরের তুলনায় এবার ২৫ ধাপ এগিয়ে গ্লোবাল জেন্ডার গ্যাপ র্যাংকিং ২০১৭-তে বাংলাদেশ ৪৭তম স্থানে অবস্থান করছে। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ৭২তম।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক বৃহস্পতিবার প্রকাশিত এই সূচকে বলা হয়েছে, বাংলাদেশ ৭২ শতাংশ লিঙ্গীয় অসমতা দূর করতে সক্ষম হয়েছে।
প্রতিবেদন অনুসারে, লিঙ্গ সমতা সূচকে বাংলাদেশের স্কোর শূন্য দশমিক ৭১৯ (০.৭১৯)। যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ। ১০৬ স্কোর নিয়ে দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় স্থানে রয়েছে মালদ্বীপ।
এবারের সূচকে ২১ ধাপ পিছিয়ে ভারতের অবস্থান ১০৮তম স্থানে। এছাড়া দক্ষিণ এশিয়ার শ্রীলঙ্কা ১০৯, নেপাল ১১১, ভুটান ১২৪ এবং পাকিস্তান ১৪৩তম স্থানে রয়েছে।
২০১৭ সালের সূচকটি ১৪৪টি দেশের তথ্য নিয়ে তৈরি করা হয়েছে। সূচকে লিঙ্গ সমতা অর্জনের ক্ষেত্রে চারটি প্রধান বিষয়ের উপর জোর দেওয়া হয়। এই চারটি বিষয়ের মধ্যে রয়েছে- স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি ও রাজনীতি।