হাওর বার্তা ডেস্কঃ লন্ডনে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের হাসপাতাল পরিবর্তন করা হয়েছে।
এতদিন তিনি লন্ডনের ন্যাশনাল নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত মঙ্গলবার তাকে আইসিইউ থেকে কেবিনে দেওয়া হয়। এর পরই লন্ডনের আরেকটি হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। কিন্তু দর্শনার্থীর ভিড় এড়ানোর জন্য হাসপাতালের নামটি গোপন রাখা হচ্ছে বলে জানিয়েছেন আনিসুল হকের পারিবারিক বন্ধু ও মিডিয়া ব্যক্তিত্ব ডা. আবদুন নূর তুষার।
তিনি বলেন, আনিসুল হকের শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। এখন তার রিহ্যাবিলিটেশনের প্রয়োজন। এ জন্য হাসপাতাল পরিবর্তন করা হয়েছে। এখন তিনি স্বাভাবিকভাবেই শ্বাসপ্রশ্বাস নিতে পারছেন। কথাও বলছেন।
কন্যার সন্তান প্রসব উপলক্ষে গত ২৯ জুলাই সপরিবারে লন্ডনে যান আনিসুল হক। সেখানে অবস্থানকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরীক্ষা-নিরীক্ষার পর তার মস্তিস্কের রক্তনালিতে প্রদাহজনিত সেরিব্রাল ভাস্কুলাইটিস রোগ ধরা পড়ে। গত ১১ আগস্ট তাকে লন্ডনের ন্যাশনাল নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর থেকেই তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।