হাওর বার্তা ডেস্কঃ একটি বাজার সিন্ডিকেট নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে সরকারের উজ্জ্বল ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার অপচেষ্টায় লিপ্ত। তদন্ত করে বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জয়বাংলা মঞ্চের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ নাফেয়ী।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ দাবি জানান।
মাসুম বিল্লাহ বলেন, ‘কাঁচা মরিচ-পেঁয়াজ থেকে শুরু করে শাক-সবজির দাম খুবই ভয়াবহ অবস্থায়। দিন দিন নিত্য প্রয়োজনীয় দ্রব্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।’
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম. এ জলিল, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের চেয়ারম্যান আশরাফ আলী হাওলাদার, বাংলাদেশ জনতা ফ্রন্টের আবু আহাদ আল মামুন (দিপু মীর), বাংলাদেশ মানবাধিকার আন্দোলনের সভাপতি খাজা মহিব উল্লাহ শান্তিপুরী।