হাওর বার্তা ডেস্কঃ বন্যায় ক্ষতিগ্রস্ত মোহনপুর উপজেলার প্রায় ৪ হাজার কৃষককে সরকারিভাবে সহায়তা করা হয়েছে। সরিষা, গম, ভুট্টা, বিটি বেগুন, তিল, মুগ ডালের বীজ এবং রাসায়নিক সার দিয়ে তাদের এ সহায়তা করা হয়। এছাড়া হাতে তুলে দেয়া হয় নগদ অর্থ।
গত সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে ৩ হাজার ৮২৪ কৃষকের মধ্যে এ সহায়তা বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন। সার-বীজের পাশাপাশি এসব কৃষকের মধ্যে ৩৯ লাখ ৩৯ হাজার ১২৫ টাকাও বিতরণ করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার-উল-হালিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাহানা পারভীন লাবনীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবদুস সামাদ, সহকারী কমিশনার (ভূমি) মির্জা ইমাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ প্রমুখ।
সংবাদ শিরোনাম
সহায়তা পেলেন চার হাজার কৃষক
- Reporter Name
- আপডেট টাইম : ১২:৫৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭
- ২৯৩ বার
Tag :
জনপ্রিয় সংবাদ