হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) পাওয়া ‘এএসওসিআইও ২০১৭ আইসিটি এডুকেশন অ্যাওয়ার্ড-২০১৭ ও সিলভার অ্যাওয়ার্ড (২০১৭ ই-এশিয়া অ্যাওয়ার্ড) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক পুরস্কার দুটি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১২ সেপ্টেম্বর তাইওয়ানের তাইপেতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তথ্যপ্রযুক্তি শিল্পবিষয়ক শীর্ষ সংগঠন এশিয়ান-ওশেনিয়ান কমপিউটিং অরগানাইজেশন (এএসওসিআইও) বিসিসিকে ‘এএসওসিআইও-২০১৭ আইসিটি এডুকেশন অ্যাওয়ার্ড’ দেয়া হয়। ই-বাণিজ্য নীতিমালা ও কার্যক্রমে সহায়তা ও উন্নয়নে নেতৃত্ব দানকারী প্রতিষ্ঠান এশিয়া প্যাসিফিক কাউন্সিল ফর ট্রেড ফ্যাসিলিটেশন অ্যান্ড ইলেকট্রনিক বিজনেস (এএফএসিটি) ইনফো সরকার প্রকল্পকে ‘২০১৭ ই-এশিয়া অ্যাওয়ার্ড সিলভার অ্যাওয়ার্ড দেয়া হয়।