ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ঐতিহাসিক স্থাপনা হচ্ছে পুরনো কেন্দ্রীয় কারাগার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭
  • ৩০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুরান ঢাকা কেন্দ্রীয় কারাগারটি ঐতিহাসিক স্থাপনায় পরিণত করা হবে। এজন্য সরকার পরিকল্পনা গ্রহণ করেছে।

সোমবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমির এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

‘কারাগারের স্থাপত্য তৈরির জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা’ অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, ‘এ কারাগারে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতাসহ অনেক রাজনীতিবিদ বছরের পর বছর কারাভোগ করেছেন। এছাড়া ব্রিটিশবিরোধী আন্দোলনে অনেকেই এখানে হাজতবাস করেন। এ কারণে কারাগারটি অনেক স্মৃতিও বহন করছে। আর কীভাবে জনগণের সামনে এসব স্মৃতি তুলে ধরা যায় তার সব পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ঢাকাকে সচল রাখার জন্য এখান থেকে কারাগার সরিয়ে কেরানীগঞ্জে নেওয়া হয়েছে। তবে পুরনো কারাগারটি যেন অযত্ন-অবহেলায় না থাকে তার গুরুত্ব সরকার প্রথম থেকেই ভেবে আসছে। কারাগারের ভেতর কীভাবে সাজসজ্জা বা সংস্কার করে তা সাধারণ মানুষের সামনে তুলে ধরা যায় সেজন্যই এ প্রতিযোগিতার আহ্বান করা হয়েছে। এখান থেকে যে ছবিটি সময়োপযোগী হবে তার আলোকেই কারাগারটি স্মৃতি হিসেবে রাখা হবে।’

প্রতিযোগিতায় ৩৪টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ঐতিহাসিক স্থাপনা হচ্ছে পুরনো কেন্দ্রীয় কারাগার

আপডেট টাইম : ০৫:৪৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুরান ঢাকা কেন্দ্রীয় কারাগারটি ঐতিহাসিক স্থাপনায় পরিণত করা হবে। এজন্য সরকার পরিকল্পনা গ্রহণ করেছে।

সোমবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমির এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

‘কারাগারের স্থাপত্য তৈরির জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা’ অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, ‘এ কারাগারে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতাসহ অনেক রাজনীতিবিদ বছরের পর বছর কারাভোগ করেছেন। এছাড়া ব্রিটিশবিরোধী আন্দোলনে অনেকেই এখানে হাজতবাস করেন। এ কারণে কারাগারটি অনেক স্মৃতিও বহন করছে। আর কীভাবে জনগণের সামনে এসব স্মৃতি তুলে ধরা যায় তার সব পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ঢাকাকে সচল রাখার জন্য এখান থেকে কারাগার সরিয়ে কেরানীগঞ্জে নেওয়া হয়েছে। তবে পুরনো কারাগারটি যেন অযত্ন-অবহেলায় না থাকে তার গুরুত্ব সরকার প্রথম থেকেই ভেবে আসছে। কারাগারের ভেতর কীভাবে সাজসজ্জা বা সংস্কার করে তা সাধারণ মানুষের সামনে তুলে ধরা যায় সেজন্যই এ প্রতিযোগিতার আহ্বান করা হয়েছে। এখান থেকে যে ছবিটি সময়োপযোগী হবে তার আলোকেই কারাগারটি স্মৃতি হিসেবে রাখা হবে।’

প্রতিযোগিতায় ৩৪টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।