হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর কিছু স্থানে ১ থেকে ৮ নভেম্বর পর্যন্ত সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এ সময় বাংলাদেশ জাতীয় সংসদ ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) যৌথ উদ্যোগে সিপিসি সম্মেলন হওয়ার কথা রয়েছে।
রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনে বিভিন্ন দেশ থেকে স্পিকার ও ডেপুটি স্পিকারসহ গণ্যমান্য অতিথিরা অংশ নেবেন। এ উপলক্ষে জাতীয় সংসদ ভবন ও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) নানা কর্মসূচি পালিত হবে। এ কারণে চন্দ্রিমা উদ্যান, সংসদ ভবন, বিআইসিসি ও পার্শ্ববর্তী এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় বেশকিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এসব এলাকায় ১ নভেম্বর থেকে ৮ নভেম্বর রাত ১১টা পর্যন্ত অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ করা যাবে না।