হাওর বার্তা ডেস্কঃ মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে রাখাইন রাজ্যে থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মাঝে ত্রাণ দিতে কক্সবাজার শহর থেকে উখিয়ার শরণার্থী শিবিরের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবার সকাল সোয়া ১১টার দিকে কক্সবাজার সার্কিট হাউজ থেকে সড়কপথে উখিয়ার উদ্দেশে রওনা হন তিনি। সেখানে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন বিএনপি চেয়ারপারসন। খালেদা জিয়ার সঙ্গে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা আছেন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, উখিয়ায় গিয়ে খালেদা জিয়া প্রথমে ময়নার গোনা রোহিঙ্গা শিবিরে যাবেন। এরপর হাকিমপাড়া ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে যাবেন তিনি।
সরাসরি রোহিঙ্গাদের হাতে ত্রাণ দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ থাকায় সরাসরি হাতে হাতে ত্রাণ দেওয়ার সুযোগ নেই খালেদা জিয়ার। এক্ষেত্রে ক্যাম্পের দায়িত্বশীল কর্তৃপক্ষ সেনাবাহিনীর কাছেই ১০ হাজার রোহিঙ্গা পরিবারের জন্য নেওয়া ৪৫ ট্রাক ত্রাণসামগ্রী হস্তান্তর করতে হবে। পরে বালুখালি পানবাজারে বিএনপিপন্থী চিকিৎকদের সংগঠন ড্যাবের একটি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করবেন সাবেক এই প্রধানমন্ত্রী।
এদিকে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করতে কক্সবাজারের থেকে উখিয়ার পথে যাওয়ার সময় বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরকে স্বাগত জানাতে সড়কের দুই পাশেই জড়ো হয়েছেন দলটির হাজারো কর্মী-সমর্থক। খালেদা জিয়াও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।
রোহিঙ্গাদের দেখতে গত শনিবার দুপুরে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা করেন বিএনপি চেয়ারপারসন। সেদিন রাতে তিনি চট্টগ্রাম সার্কিট হাউজে অবস্থান করেন। রবিবার বেলা ১২টার দিকে সেখান থেকে গাড়িবহর নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা হন। রাত আটটার দিকে কক্সবাজার সার্কিট হাউজে এসে পৌঁছান তিনি।