ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

দেশ জঙ্গিদের আস্তানা হবে বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৬:০১ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০১৭
  • ৩৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম সহ-সভাপতি, হাওর বার্তা ও সাপ্তাহিক এই সময় সম্পাদক আরিফুর রহমান দোলন বলেছেন, বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসলে বাংলাদেশ সন্ত্রাসী ও জঙ্গিদের আস্তানায় পরিণত হবে। এই দেশকে আবার তারা পাকিস্তান বানানোর পায়তারা করবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করবে।

শনিবার রাতে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদরে দামোদর আখড়া কাত্যায়নী পূজা অনুষ্ঠানে ও বোয়ালমারী উপজেলার আউটযুগ সার্বজনীন  কাত্যায়নী পূজা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দোলন এসব কথা বলেন।

এর আগে ফরিদপুর-১ আসনের আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলার বিভিন্ন গ্রাম ও বাজার ঘুরে তিনি স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ও বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য তুলে ধরেন।

আরিফুর রহমান দোলন বলেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগ যদি  সরকার গঠন করতে পারে, শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী হন তাহলে বর্তমানে যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি এ দেশে বিরাজ হচ্ছে সেটি আরও দৃঢ় হবে। আমরা চাই হিন্দু-মুসলমানের সহঅবস্থান। আমরা সবাই ভাই-ভাই, এভাবেই আমরা থাকতে চাই। আমরা কোনো জামায়াতি বা জঙ্গি নেত্রীকে এ দেশের মসনদে দেখতে চাই না।’

হাওর বার্তা সম্পাদক বলেন, ‘শেখ হাসিনার সরকার রাষ্ট্র ক্ষমতায় আছে বলেই হিন্দু সম্প্রদায়ের লোকজন নিরাপদ পরিবেশে সব ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারছে। এ সরকারের আগে যখন বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় ছিল তখন সারা দেশের মানুষ আতঙ্কে থাকত। হিন্দু সম্প্রদায়ের মানুষ তো বটেই। কোনো ধর্মীয় আচার-অনুষ্ঠান নিরাপদে করা যেত না। এত উৎসব, এত আমেজ সুন্দরভাবে কেউ করতে চাইত না। কারণ, বিএনপির সময় জামায়াত ও তার দোসররা এ সব আচার-অনুষ্ঠান করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করত।’

কৃষক লীগের কেন্দ্রীয় এই নেতা বলেন, ‘বিগত নয়টি বছর সারা দেশে যে উন্নয়ন হয়েছে, যেভাবে নিরাপত্তার সঙ্গে বসবাস করছি সেটা অব্যাহত রাখতে হলে আগামীতেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে। সেই সমর্থনই আমি আপনাদের কাছে চেয়ে গেলাম।’

অনুষ্ঠানে ফরিদপুর জেলা পরিষদ সদস্য শেখ শহীদুল ইসলাম শহীদ, আলফাডাঙ্গা আদর্শ কলেজের অধ্যক্ষ মোরশেদুর রহমান তাজ,  কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য শেখ শওকত হোসেন, পরমেশ্বরদী ইউপি চেয়ারম্যান মো. নূরুল আলম মিনা,  কৃষকলীগ ঢাকা মহানগরের সহ-সভাপতি মো. লুৎফর রহমান,  বোয়ালমারী আওয়ামী লীগ নেতা লিটন মৃধা, মফিজুল ইসলাম, আলফাডাঙ্গা উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব শেখ, গোপালপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরুল ইসলাম ফজর, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোনায়েম হোসেন, সাধারণ সম্পাদক খান নবাব আলী, আওয়ামী লীগ মনোনীত গোপালপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ইনামুল হাসান, গোপালপুর ইউপি যুবলীগের সভাপতি খান আমিরুল ইসলামসহ  আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

লক্ষ্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ৮০০০ কোটি টাকা চেয়ে মন্ত্রণালয়কে চিঠি বিউবোর

দেশ জঙ্গিদের আস্তানা হবে বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে

আপডেট টাইম : ০৬:৪৬:০১ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম সহ-সভাপতি, হাওর বার্তা ও সাপ্তাহিক এই সময় সম্পাদক আরিফুর রহমান দোলন বলেছেন, বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসলে বাংলাদেশ সন্ত্রাসী ও জঙ্গিদের আস্তানায় পরিণত হবে। এই দেশকে আবার তারা পাকিস্তান বানানোর পায়তারা করবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করবে।

শনিবার রাতে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদরে দামোদর আখড়া কাত্যায়নী পূজা অনুষ্ঠানে ও বোয়ালমারী উপজেলার আউটযুগ সার্বজনীন  কাত্যায়নী পূজা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দোলন এসব কথা বলেন।

এর আগে ফরিদপুর-১ আসনের আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলার বিভিন্ন গ্রাম ও বাজার ঘুরে তিনি স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ও বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য তুলে ধরেন।

আরিফুর রহমান দোলন বলেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগ যদি  সরকার গঠন করতে পারে, শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী হন তাহলে বর্তমানে যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি এ দেশে বিরাজ হচ্ছে সেটি আরও দৃঢ় হবে। আমরা চাই হিন্দু-মুসলমানের সহঅবস্থান। আমরা সবাই ভাই-ভাই, এভাবেই আমরা থাকতে চাই। আমরা কোনো জামায়াতি বা জঙ্গি নেত্রীকে এ দেশের মসনদে দেখতে চাই না।’

হাওর বার্তা সম্পাদক বলেন, ‘শেখ হাসিনার সরকার রাষ্ট্র ক্ষমতায় আছে বলেই হিন্দু সম্প্রদায়ের লোকজন নিরাপদ পরিবেশে সব ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারছে। এ সরকারের আগে যখন বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় ছিল তখন সারা দেশের মানুষ আতঙ্কে থাকত। হিন্দু সম্প্রদায়ের মানুষ তো বটেই। কোনো ধর্মীয় আচার-অনুষ্ঠান নিরাপদে করা যেত না। এত উৎসব, এত আমেজ সুন্দরভাবে কেউ করতে চাইত না। কারণ, বিএনপির সময় জামায়াত ও তার দোসররা এ সব আচার-অনুষ্ঠান করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করত।’

কৃষক লীগের কেন্দ্রীয় এই নেতা বলেন, ‘বিগত নয়টি বছর সারা দেশে যে উন্নয়ন হয়েছে, যেভাবে নিরাপত্তার সঙ্গে বসবাস করছি সেটা অব্যাহত রাখতে হলে আগামীতেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে। সেই সমর্থনই আমি আপনাদের কাছে চেয়ে গেলাম।’

অনুষ্ঠানে ফরিদপুর জেলা পরিষদ সদস্য শেখ শহীদুল ইসলাম শহীদ, আলফাডাঙ্গা আদর্শ কলেজের অধ্যক্ষ মোরশেদুর রহমান তাজ,  কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য শেখ শওকত হোসেন, পরমেশ্বরদী ইউপি চেয়ারম্যান মো. নূরুল আলম মিনা,  কৃষকলীগ ঢাকা মহানগরের সহ-সভাপতি মো. লুৎফর রহমান,  বোয়ালমারী আওয়ামী লীগ নেতা লিটন মৃধা, মফিজুল ইসলাম, আলফাডাঙ্গা উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব শেখ, গোপালপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরুল ইসলাম ফজর, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোনায়েম হোসেন, সাধারণ সম্পাদক খান নবাব আলী, আওয়ামী লীগ মনোনীত গোপালপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ইনামুল হাসান, গোপালপুর ইউপি যুবলীগের সভাপতি খান আমিরুল ইসলামসহ  আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস