আবারো বঙ্গবন্ধু হত্যার দায় বামদলগুলোর দিকে

শেখ ফজলুল করিম সেলিম ও বিএনপি’র মুখপাত্র আসাদুজ্জামান রিপনের পর এবার আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বঙ্গবন্ধু হত্যার দায় চাপালেন বামদলগুলোর উপর। মঙ্গলবার রাজধানীর আজিমপুর গার্হস্থ্য অর্থনীতি কলেজ শাখা ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনিও অভিযোগ করে বলেন, জাসদ-ন্যাপসহ যারা বাম রাজনীতি করতেন তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার প্রেক্ষাপট তৈরি করেছিলেন।
হানিফ বলেন, “তাদের লক্ষ্য ছিলো একটাই বঙ্গবন্ধু সরকারকে অস্থিতিশীল করা। সেই অস্থিতিশীল পরিবেশ তৈরি করার কারণেই কিন্তু একাত্তরের পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে হত্যা করতে পেরেছিল।”
আওয়ামী লীগের এই নেতা বলেন, “আজকে ওই বাম সংগঠনের অনেক নেতারা ইতোমধ্যেই স্বীকারও করেছেন। তারা বলেছেন, ৭২-৭৫ বঙ্গবন্ধু সরকারের সময় যা করেছিলেন তা ভুল ছিল। কিন্তু সেই ভুলের মাসুল জাতিকে দিতে হয়েছে চড়া দামে।”
হানিফ বলেন, “ষড়যন্ত্র এখন হচ্ছে। খালেদা জিয়া আবার এদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করেছিলেন। গত কয়েকদিন আগে বিএনপি নেতার মেয়ে ফরজানা জঙ্গি অর্থায়নের অভিযোগ আটক হয়েছে। এই ফরজানারা একজন নয়। বিএনপি-জামায়াতের সংগঠনের নেতৃত্বে এ ধরনের অসংখ্য গ্রুপ আছে, যাদের খুঁজলে দেখা যাবে জঙ্গিবাদে মদদ দিচ্ছে, সহায়তা করছে, পৃষ্ঠপোষকতা করছে।”
কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ফারজানা আখতার সুপর্ণার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল, সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পী, গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ প্রফেসর শামসুন নাহার বেগম, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন প্রমুখ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর