হাওর বার্তা ডেস্কঃ আজকের শিশু আগামী দিনের বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ব্যঞ্জনা খেলাঘর আসরের উদ্যোগে শিশু সামবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বসুরহাট পৌরসভা মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পাঠ্যপুস্তুকে সাম্প্রদায়িকতা ও সাম্প্রদায়িক মনোভাব, শিশু নির্যাতন ও শিশু শ্রম, ছুটির দিনে পরীক্ষা-কোচিং, মুক্তির সগ্রামে ইতিহাস বিকৃতকরণ, রাজনৈতিক সহিংসতায় শিশুদের ব্যবহার, খেলার মাঠ ও শহীদ মিনার বিহীন বিদ্যালয়, বাল্যবিবাহ, শিশু খাদ্যে ভেজাল বন্ধের দাবিতে ‘না’ কর্মসূচী বাস্তবায়ন উপলক্ষে এ শিশু সমাবেশের আয়োজন করা হয়। এ সময় শিশুরা বিভিন্ন স্লোগানের পেষ্টুন নিয়ে মানববন্ধন ও র্যালী করে। র্যালীটি বসুরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ব্যাঞ্জণা খেলা ঘর আসরের সাংগঠনিক সম্পাদক শওকত আজিম জাবেদের সঞ্চালনা ও সহ-সভাপতি করিমুল হক সাথীর সভাপতিত্বে আলোচনা সভায় ব্যক্তব্য রাখেন, উপজেলা খেলাঘরের সভাপতি শহীদ উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক ও কাউন্সিলর হারুন অর রশীদ সাহেদ, ব্যাঞ্জণা খেলা ঘর আসরের প্রতিষ্ঠাতা অজয় আচায্য, সাধারণ সম্পাদক ও মধ্য চরকাঁকড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফরিদা ইয়াছমিন মুক্তা, সদস্য মিলন দাস, আইডিয়াল স্কুলের অধ্যক্ষ ইমাম উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানে আলোচনা শেষে ব্যাঞ্জনা খেলাঘর আসরের বন্ধুদের উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।