শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত ফাজিল কামিল মাদ্রাসাসমূহে যেমন কোরান হাদিস ফিকাহসহ ইসলামি বিষয়সমূহ পড়ানো হবে তেমনি আধুনিক বিজ্ঞান প্রযুক্তির বিষয়সমূহও পড়ানো হবে যাতে এখান থেকে ডিগ্রি গ্রহণকারীগণ বিজ্ঞ আলেম একইসাথে দক্ষ প্রযুক্তিবিদও হতে পারেন।
মন্ত্রী আজ রোববার ঢাকার ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়টির অস্থায়ী ক্যাম্পাসে তাঁর পরিদর্শন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আহসান উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মনিরুল ইসলাম, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন এর সভাপতি এ এ এম বাহাউদ্দীন, মহাসচিব অধ্যক্ষ শাব্বির আহামদ মোমতাজী, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হেলালউদ্দিন ও এ এস মাহমুদ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ কে এম সাইফুল্লাহ্ও বক্তৃতা করেন।
শিক্ষামন্ত্রী বলেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়কে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরসহ পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় উন্নীত করার কাজ চলছে।
মন্ত্রী তাঁর বক্তৃতায় বলেন, আলেম সমাজের শত বছরের দাবির প্রেক্ষিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। ইসলামের তথাকথিত ধারক বাহক পাকিস্তানি শাসকরা তাদের দুই যুগের শাসনামলে আলেম সমাজের এই যৌক্তিক দাবির প্রতি সম্মান দেখায়নি, এমনকি আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ইসলাম চলে যাবে বলে আমাদের দেশের যেসব রাজনৈতিক দল অপপ্রচার চালায়, তারাও তাদের ক্ষমতা থাকাকালে বহুল প্রত্যাশিত ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেনি।
শিক্ষামন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার প্রণীত জাতীয় শিক্ষানীতিতে মাদ্রাসা শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দেয়া হয়েছে। এ শিক্ষানীতিতে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে। তিন বলেন এ সরকারই মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটসহ মাদ্রাসা শিক্ষার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন ৩১ টি মাদ্রাসায় অনার্স কোর্স চালু হয়েছে, ৩৫ টি মাদ্রাসাকে মডেল মাদ্রাসা হিসেবে গড়ে তোলা হয়েছে। তিনি বলেন, পর্যায়ক্রমে সব মাদ্রাসাকে এ ধরণের উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হবে।
শিক্ষামন্ত্রী বলেন, সারাদেশে ১০৩০ টি মাদ্রাসায় নতুন একাডেমিক ভবন নির্মান করা হয়েছে বা হচ্ছে। তিনি বলেন, এ পর্যন্ত ২০ হাজারের অধিক মাল্টিমিডিয়া ক্লাসরুম গড়ে তোলা হয়েছে যার এক চতুর্থাংশই মাদ্রাসাসমূহে।
সংবাদ শিরোনাম
মাদ্রাসাসমূহে বিজ্ঞান-প্রযুক্তির বিষয় পড়ানো হবে : শিক্ষামন্ত্রী
- Reporter Name
- আপডেট টাইম : ০৯:৫৭:১০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০১৫
- ৩৫৯ বার
Tag :
জনপ্রিয় সংবাদ