ভারত ও পাকিস্তানের মধ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) পর্যায়ের বৈঠকের আগে শনিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ সাফ জানিয়ে দিয়েছেন, আলোচনা অনুষ্ঠিত হবে কেবল সন্ত্রাসবাদ বিষয়েই। হুররিয়াত প্রসঙ্গে তিনি বলেন, ‘যে কথাবার্তাই হোক না কেন তাতে কোনো তৃতীয় পক্ষ থাকবে না।’
সুষমা স্বরাজ বলেন, ‘সিমলা চুক্তি অনুযায়ী কাশ্মির নিয়ে আলোচনা শুধু দুই দেশের মধ্যেই হবে এবং এরমধ্যে কোনো তৃতীয় পক্ষ থাকবে না।’ সুষমা বলেন, ‘হুররিয়াত কখনোই তৃতীয় পক্ষ হতে পারে না’- বলেও তিনি সাফ জানান।
পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সারতাজ আজিজের উদ্দেশে তিনি বলেন, ‘আপনি কাউকে তৃতীয় পক্ষ করবেন না, আপনাকে স্বাগত।’
খবর বাসসের।