হাওর বার্তা ডেস্কঃ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা পদ্মা নদীর অংশ থেকে ৭১০ কেজি (১৭ দশমিক ৭৫ মণ) মা-ইলিশসহ ৮০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার ঘণ্টাব্যাপী অভিযানে দুপুর ১২টার দিকে উপজেলার পদ্মা নদী এসব জব্দ করা হয়। লৌহজং উপজেলা মৎস্য অফিস এ অভিযান পরিচালনা করে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান জানান, আইন অমান্য করে মাঝ পদ্মায় মা-ইলিশ শিকার করছিল জেলেরা। এ সময় আমাদের উপস্থিতি টের পেয়ে তারা জাল নদীতে ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে নদী থেকে জাল তুলে ৭১০ কেজি মা-ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত ৮০ হাজার মিটার জাল পদ্মা নদীর পাড়ে পুড়িয়ে বিনিষ্ট করা হবে এবং জব্দকৃত মা ইলিশ মাদরাসা এবং এতিমখানায় বিতরণ করা হবে বলে জানান তিনি।
অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, সহকারী মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার, সম্প্রসারণ কর্মকর্তা রাসেল মোল্লা ও অফিস সহকারী সেলিম ইসলামসহ প্রমুখ।