নিম্নচাপের প্রভাবে বৃষ্টি

হাওর বার্তা ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি পরিণত হয়েছে নিম্নচাপে। এর ফলে ঢাকাসহ দেশের মধ্যাঞ্চল, দক্ষিণ-পশ্চিম ও উত্তরাঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক-সংকেত দেখাতে বলা হয়েছে। সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে হবে। লঘুচাপের প্রভাবে সোমবার সকাল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে ভারী বৃষ্টি হচ্ছে। ছবিগুলো সোমবার তোলা।

চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে বাইসাইকেল চালিয়ে যাচ্ছে এক কিশোর। শুলকবহর, পাঁচলাইশ, চট্টগ্রাম। ছবি: সৌরভ দাশ

 

সুরমা নদী এলাকায় বৃষ্টি হচ্ছে সারা দিনই। ইলিশ মাছ ধরাও বন্ধ থাকায় অবসর সময় কাটাচ্ছেন জেলেরা। ৫ নম্বর ঘাট এলাকা, খুলনার থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

বরগুনায় রাত থেকে ভারী বৃষ্টি হচ্ছে। অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। পশ্চিম কলেজ রোড, বরগুনা। ছবি: হাওর বার্তা
গায়ে গামছা জড়িয়ে বৃষ্টির মধ্যেই কাজে বেরিয়েছে এই তরুণ জেলে। ৫ নম্বর ঘাট এলাকা, খুলনার থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। ছবি: আবদুস সালাম
বৃষ্টির কারণে বেশি দুর্ভোগ পোহাতে হয় শ্রমিকদের। নিউমার্কেট এলাকা, চট্টগ্রাম। ছবি: জুয়েল শীল 

বৃষ্টিতে বিপাকে পড়েন শিক্ষার্থী ও অভিভাবকেরা। নিউমার্কেট এলাকা, চট্টগ্রাম। ছবি: জুয়েল শীল

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর