ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মিঠামইনে প্রতিনিধিদের প্রতি ন্যায়বিচার ও জনকল্যাণ নিশ্চিত করুন রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০১৭
  • ২৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ তৃণমূলে নির্বাচিত জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধভাবে ভোটারদের প্রতি ন্যায়বিচার ও কল্যাণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেন, ‘ভোটারদের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করতে হবে, তাদের সঙ্গে ভাল ব্যবহার করতে হবে। ’

গতকাল রবিবার কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় রাষ্ট্রপতি এ কথা বলেন। প্রকৃত রাজনৈতিক নেতার আচরণ সর্বদাই জনবান্ধব এ কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘জনগণ তাদের ভাগ্য পরিবর্তনের জন্য আপনাদের নির্বাচিত করেছে এবং আপনাদের অবশ্যই তা মনে রাখতে হবে। অন্যথায় ক্ষমতা হারানোর পর তারা আপনাদেরকে সালাম দিয়েও সম্মান জানাবে না। ’ রাষ্ট্রপতি হামিদ বলেন, ‘আপনি জনপ্রতিনিধি এমনকি ইউনিয়ন পরিষদের সদস্য কিংবা এমপি হিসাবে নির্বাচিত হন, তাহলে আপনার কিছু দায়িত্ব চলে আসে এবং আপনার তাতে জবাবদিহিতা থাকে। আপনার ইতিবাচক মনোভাব তাদেরকে রাজনীতিতে আকর্ষণ করে। ’

গতকাল দুপুর ৩টায় রাষ্ট্রপতি ঢাকা থেকে মিঠামইনে আসেন। সেখানে প্রথমে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে মতবিনিময় সভা করেন। বিকালে পরিদর্শন করেন মিঠামইন বাজার।

এরপর গতকাল বিকালেই নৌপথে স্পিডবোটে এলাকার উন্নয়নমূলক কাজ পরির্দশন করেন। সন্ধ্যায় পরিদর্শন করেন মুক্তিযোদ্ধা আবদুল হক কলেজ। রাতে তিনি মিঠামইনের কামালপুর গ্রামের নিজ বাড়িতে রাত্রিযাপন করেন।

আজ সোমবার ‘হাওরের দ্বার’ খ্যাত বাজিতপুরে আসছেন রাষ্ট্রপতি। দুপুর আড়াইটায় তিনি বাজিতপুর সরকারি কলেজ মাঠে কলেজের ‘সুবর্ণ জয়ন্তী’ অনুষ্ঠানে প্রধান অতিধি হিসাবে বক্তব্য রাখবেন। তাঁর আগমনকে ঘিরে বৃহত্তর ময়মনসিংহের প্রাচীন পৌরশহর বাজিতপুরবাসীর মনে উন্নয়নের স্বপ্ন ঘুরপাক হচ্ছে। অনেকে মনে করছেন, প্রথমবারের মতো বাজিতপুরে একজন রাষ্ট্রপতির পদার্পণ ঘটছে। তাই এবার বুঝি বাজিতপুরবাসীর শতবর্ষের বঞ্চনার অবসান ঘটতে চলেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

মিঠামইনে প্রতিনিধিদের প্রতি ন্যায়বিচার ও জনকল্যাণ নিশ্চিত করুন রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১০:১৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ তৃণমূলে নির্বাচিত জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধভাবে ভোটারদের প্রতি ন্যায়বিচার ও কল্যাণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেন, ‘ভোটারদের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করতে হবে, তাদের সঙ্গে ভাল ব্যবহার করতে হবে। ’

গতকাল রবিবার কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় রাষ্ট্রপতি এ কথা বলেন। প্রকৃত রাজনৈতিক নেতার আচরণ সর্বদাই জনবান্ধব এ কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘জনগণ তাদের ভাগ্য পরিবর্তনের জন্য আপনাদের নির্বাচিত করেছে এবং আপনাদের অবশ্যই তা মনে রাখতে হবে। অন্যথায় ক্ষমতা হারানোর পর তারা আপনাদেরকে সালাম দিয়েও সম্মান জানাবে না। ’ রাষ্ট্রপতি হামিদ বলেন, ‘আপনি জনপ্রতিনিধি এমনকি ইউনিয়ন পরিষদের সদস্য কিংবা এমপি হিসাবে নির্বাচিত হন, তাহলে আপনার কিছু দায়িত্ব চলে আসে এবং আপনার তাতে জবাবদিহিতা থাকে। আপনার ইতিবাচক মনোভাব তাদেরকে রাজনীতিতে আকর্ষণ করে। ’

গতকাল দুপুর ৩টায় রাষ্ট্রপতি ঢাকা থেকে মিঠামইনে আসেন। সেখানে প্রথমে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে মতবিনিময় সভা করেন। বিকালে পরিদর্শন করেন মিঠামইন বাজার।

এরপর গতকাল বিকালেই নৌপথে স্পিডবোটে এলাকার উন্নয়নমূলক কাজ পরির্দশন করেন। সন্ধ্যায় পরিদর্শন করেন মুক্তিযোদ্ধা আবদুল হক কলেজ। রাতে তিনি মিঠামইনের কামালপুর গ্রামের নিজ বাড়িতে রাত্রিযাপন করেন।

আজ সোমবার ‘হাওরের দ্বার’ খ্যাত বাজিতপুরে আসছেন রাষ্ট্রপতি। দুপুর আড়াইটায় তিনি বাজিতপুর সরকারি কলেজ মাঠে কলেজের ‘সুবর্ণ জয়ন্তী’ অনুষ্ঠানে প্রধান অতিধি হিসাবে বক্তব্য রাখবেন। তাঁর আগমনকে ঘিরে বৃহত্তর ময়মনসিংহের প্রাচীন পৌরশহর বাজিতপুরবাসীর মনে উন্নয়নের স্বপ্ন ঘুরপাক হচ্ছে। অনেকে মনে করছেন, প্রথমবারের মতো বাজিতপুরে একজন রাষ্ট্রপতির পদার্পণ ঘটছে। তাই এবার বুঝি বাজিতপুরবাসীর শতবর্ষের বঞ্চনার অবসান ঘটতে চলেছে।