হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের হাওরের অষ্টগ্রাম উপজেলায় তিনদিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন হয়েছে।গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার হ্যালিপ্যাড ময়দানে এ মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম জেমস, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের সদস্য ফজলুল হক হায়দারী বাচ্চু, অষ্টগ্রাম রোটারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোজতবা আরিফ খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মানিক কুমার দেব, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মন্নাফ, অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফারুক আহম্মেদ, পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কাছিদ মিয়া প্রমুখ।
এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক ফলদ বৃক্ষ মেলার র্যালি ও আলোচনা সভায় অংশ নেন।