হাওর বার্তা ডেস্কঃ অকাল বন্যায় তলিয়ে গেছে কিশোরগঞ্জের হাওরের ফসলি জমি। এতে ক্ষতিগ্রস্ত হয় লাখ কৃষক, ফলে হাওরে দেখা দেয় খাদ্য সংকটসহ বিভিন্ন সমস্যা। এমন ক্ষতিগ্রস্থ মানুষের সাথে মতবিনিময় করলেন কিশোরগঞ্জ ৪ আসন ইটনা, মিঠামইন, অষ্ট্রগ্রামের এমপি ভাটি বাংলার রুপকার রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছেলে প্রকৌশলী রেজওয়ান আহমেদ তৌফিক।
মঙ্গলবার বিকাল ৩ টায় ইটনা থানাধীন এলংজুরী হাই স্কুল মাঠে কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ মতবিনিময় সভা শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত চলে।
মতবিনিময় সভায় হাওরবাসীকে লক্ষ করে প্রকৌশলী রেজওয়ান আহমেদ তৌফিক বলেন, আজ আমার মন ভালো নেই কারণ আমার এলাকার মানুষের মনে শান্তি নেই। আপনাদের কষ্টকে কিছুটা লাঘব করার জন্য ইতোমধ্যে বন্যার্তদের মাঝে শুরু হয়েছে ত্রাণ বিতরণ, এতে যদিও কিছু অভিযোগ আপনারা তুলেছেন তা আসলে থাকবেই।
অভিযোগের কারণ উল্লেখ করে তিনি বলেন, আমি আজ যে ইউনিয়নে বক্তব্য দিচ্ছি সেখানে ভোটার সংখ্যা ১২ হাজার এবং এখানে ত্রাণের কার্ড এসেছে মাত্র ১৮ শ। তাই যত বড় সুফীকে দিয়েই তালিকা করা হোক না কেন অভিযোগ আসবেই।
তিনি বলেন, আপনারা ধৈর্য ধারুন। আমি সরকারি ত্রাণ ছাড়াও আরো বেসরকারি কিছু ত্রাণের ব্যবস্থা আপনাদের জন্য করার প্রাণপন চেস্টা চালিয়েযাচ্ছি।
মতবিনিময় সভায় বেশ কিছু অভিযোগ এসেছিল। তার মধ্যে উল্লেখ্যোগ্য অভিযোগ এনজিও ঋণ। এ ব্যপারে তিনি বলেন, এনজিওর লোকেরা বাড়িতে এসে টাকা দিতে বাধ্য করলেও আপনারা দিবেন না। কারণ আপনারা এখন অতি কষ্টে দিন কাটাচ্ছেন, তাই আগামী ফসল তুলে ঋণ দিয়ে দিবেন।
হাওরে অধিক হারে ডাকাতির ব্যপারে তিনি বলেন, আপনার এ ব্যপারে সজাগ দৃষ্টি রাখবেন, কোন সমস্যা হলেই দ্রুত থানায় অভিযোগ করবেন।
মতবিনিময় সভায় শতাধিক নেতাকর্মী বক্তৃতা দেন। সভায় বিভিন্ন গ্রাম থেকে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।