হাওর বার্তা ডেস্কঃ জেলার চুনারুঘাট উপজেলার শিরিকান্দি গ্রামে কৃষক ফুল মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় ৪ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুর সাড়ে ৩টায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরুজা পারভিন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- শিরিকান্দি গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে আরজু মিয়া (৪০), তৈয়ব আলী (৩৫), রফিকুল ইসলাম (৩৭) ও তৈয়ব আলীর ছেলে সফর উদ্দিন (২২)।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৫ অক্টোবর তুচ্ছ বিষয়ের জের ধরে শিরিকান্দি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ফুল মিয়াকে পাশের বাড়ির আব্দুল ওয়াহাবের ছেলে আরজু মিয়া ও তৈয়ব আলীসহ উল্লেখিত আসামিরা তাদের বাড়িতে ঢেকে নিয়ে যায়। পরে সেখানে তারা ফুল মিয়ার মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যাকাণ্ডের পর আসামিরা নিহত ফুল মিয়ার লাশ বাড়ির পাশে একটি বেগুন ক্ষেতে ফেলে রাখে।