দেশে এখন আর আইনের শাসন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদ।
বৃহস্পতিবার দুপুরে দলের গুলশানস্থ কেন্দ্রীয় কার্যালয়ে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি, কালুখালী ও পাংশা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিরোধী দলের নেতা কর্মীদের একের পর এক মিথ্যা মামলায় গ্রেপ্তার করে সরকার মূলত এক দলীয় শাসন কায়েমর চেষ্টা করেছে। রাজনৈতিক কারণেই সাংবাদিক নেতা শওকত মাহমুদকে যে গ্রেপ্তার করা হয়েছে তাতে কোন সন্দেহ নেই। একটা ঠুনকো অভিযোগের প্রতিক্রিয়ায় সাংবাদিক প্রবীর সিকদারকে গ্রেপ্তার করে হাতকড়া পরানো এবং চোখে কালো কাপড় বেঁধে জিজ্ঞাসাবাদ করা মিডিয়া সাম্রাজ্যের সাথে সরকারের বিরূপ আচরণেরই বহিঃপ্রকাশ।
সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, যে সরকার এ ধরনের একদলীয় শাসন কায়েমের অংশ হিসেবে মানুষের রাজনৈতিক ও বাকস্বাধীনতা হরণ করেছে তাদের শেষ পরিনতি হয়েছে অত্যন্ত ভয়াবহ। তাই দেশে স্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি ফিরিয়ে আনতে একটা অবাধ ও গ্রহন যোগ্য নির্বাচন অনুষ্ঠানের কোন বিকল্প নেই।
এ সভায় আরো বক্তব্য রাখেন, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মো. শরিফ মিয়, সাংবাদিক জাহিদুর রহিম মোল্লা, সোহেল রানা, মো. পারভেজ মিয়া, রুহুল আমিন, রফিকুল ইসলাম, আতিয়ার রহমান, শহীদুল ইসলাম প্রমুখ।
সংবাদ শিরোনাম
দেশে এখন আর আইনের শাসন নেই : কাজী জাফর
- Reporter Name
- আপডেট টাইম : ১২:০২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০১৫
- ৩৫৯ বার
Tag :
জনপ্রিয় সংবাদ