রোহিঙ্গা সমাধানে রোডম্যাপ দেবেন প্রধানমন্ত্রী

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমার সরকারের নির্মম হত্যাযজ্ঞের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সমস্যা সমাধানে রোডম্যাপ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের সব দেশকে সঙ্গে নিয়ে এই রোডম্যাপ তৈরি করেছেন তিনি।

সোমবার (১১ সেপ্টেম্বর) কক্সবাজারের কুতুপালংয়ে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘মিয়ানামারে রোহিঙ্গা মুসলিমদের উপর বর্বর গণহত্যা চালানো হয়েছে। জীবন বাঁচাতে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে রোহিঙ্গাদের জন্য সীমান্ত উন্মুক্ত করে দেয়া হয়েছে, যাতে অসহায় রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশ নানা সমস্যায় জর্জরিত। নিজেদের সমস্যা ও সংকট মোকাবিলায় সরকার প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। রোহিঙ্গা সমস্যাটি আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় দ্রুত সমাধান করে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে।’

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দি, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদি, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহম্মেদ চৌধুরী, জেলা পরিষদের সদস্য আশরাফ জাহান কাজল, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী প্রমুখ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর