ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুকে হত্যার পর আমিই প্রথম প্রতিবাদ করেছিলাম : বঙ্গবীর কাদের সিদ্দিকী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০১৫
  • ২৫১ বার

কৃষক শ্রমিক জনতা লীগের চেয়ারম্যান বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, এটা সবার জন্য শোকের মাস বলে মনে হয়নি। কিন্তু আমার জন্য শোকের মাস। বঙ্গবন্ধুকে হত্যার পরে আমার জীবন তচনচ হয়ে গেছে, ওলট-পালট হয়ে গেছে। দেশের শক্তি-সাহস-স্বাধীনতা বিনষ্ট হয়েছে। মানুষের মর্যাদা বিনষ্ট হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপালগঞ্জে বঙ্গবন্ধুর কবর জিয়ারত, ফাতেহাপাঠ ও মোনাজাত শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর কেউই প্রতিবাদ করেননি। ১৯ আগষ্ট আমিই প্রথম এ হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছিলাম। বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে তাই এবার ১৯ আগষ্ট এখানে এসেছি।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর ১৯/২০ ঘন্টা তাঁর লাশ ধানমন্ডিতে পড়ে ছিলো। সঠিকভাবে দাফন করার মর্যাদা দেওয়া হয়নি। এখানে যখন আনা হয়েছে, প্রথম অবস্থায় তার গোসলেও রাজি ছিলো না। ১৭/১৮ জন মানুষ জানাযা দিয়ে তাকে দাফন করে।
এ ছাড়াও সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষক শ্রমিক জনতা লীগের চেয়ারম্যান বলেন, আমি খালেদা জিয়াকে ১৫ আগষ্ট জন্মদিন পালন করতে মানা করেছিলাম। বলেছিলাম ২/১ দিন আগে অথবা পিছে করেন। সেদিন শুনলাম উনারা ধীরে ধীরে পিছাবেন। ধীরে ধীরে তো সময় পাবেন না, এটা অনুভূতির ব্যাপর।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশ আরো এগিয়ে যেতো।
এর আগে বঙ্গবন্ধুর কবর জিয়ারত, ফাতেহাপাঠ ও মোনাজাত করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে সহধর্মিনী বেগম নাসরীন সিদ্দিকী, ছেলে দীপ সিদ্দিকী, দুই মেয়ে কুড়ি সিদ্দিকী ও কুশি সিদ্দিকী, সংগঠনের সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, যুবনেতা হাবিবুর নবী সোহেল, ছাত্রনেতা রিফাতুল ইসলাম দীপসহ যুব ও ছাত্র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

বঙ্গবন্ধুকে হত্যার পর আমিই প্রথম প্রতিবাদ করেছিলাম : বঙ্গবীর কাদের সিদ্দিকী

আপডেট টাইম : ১০:২৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০১৫

কৃষক শ্রমিক জনতা লীগের চেয়ারম্যান বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, এটা সবার জন্য শোকের মাস বলে মনে হয়নি। কিন্তু আমার জন্য শোকের মাস। বঙ্গবন্ধুকে হত্যার পরে আমার জীবন তচনচ হয়ে গেছে, ওলট-পালট হয়ে গেছে। দেশের শক্তি-সাহস-স্বাধীনতা বিনষ্ট হয়েছে। মানুষের মর্যাদা বিনষ্ট হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপালগঞ্জে বঙ্গবন্ধুর কবর জিয়ারত, ফাতেহাপাঠ ও মোনাজাত শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর কেউই প্রতিবাদ করেননি। ১৯ আগষ্ট আমিই প্রথম এ হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছিলাম। বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে তাই এবার ১৯ আগষ্ট এখানে এসেছি।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর ১৯/২০ ঘন্টা তাঁর লাশ ধানমন্ডিতে পড়ে ছিলো। সঠিকভাবে দাফন করার মর্যাদা দেওয়া হয়নি। এখানে যখন আনা হয়েছে, প্রথম অবস্থায় তার গোসলেও রাজি ছিলো না। ১৭/১৮ জন মানুষ জানাযা দিয়ে তাকে দাফন করে।
এ ছাড়াও সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষক শ্রমিক জনতা লীগের চেয়ারম্যান বলেন, আমি খালেদা জিয়াকে ১৫ আগষ্ট জন্মদিন পালন করতে মানা করেছিলাম। বলেছিলাম ২/১ দিন আগে অথবা পিছে করেন। সেদিন শুনলাম উনারা ধীরে ধীরে পিছাবেন। ধীরে ধীরে তো সময় পাবেন না, এটা অনুভূতির ব্যাপর।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশ আরো এগিয়ে যেতো।
এর আগে বঙ্গবন্ধুর কবর জিয়ারত, ফাতেহাপাঠ ও মোনাজাত করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে সহধর্মিনী বেগম নাসরীন সিদ্দিকী, ছেলে দীপ সিদ্দিকী, দুই মেয়ে কুড়ি সিদ্দিকী ও কুশি সিদ্দিকী, সংগঠনের সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, যুবনেতা হাবিবুর নবী সোহেল, ছাত্রনেতা রিফাতুল ইসলাম দীপসহ যুব ও ছাত্র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।