সম্প্রতি সরকার সমর্থক তিনজনের ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘আমাদের প্রাইম মিনিস্টার মেসেজ আগেই দিয়েছেন। অপরাধী যে কেউ হোক, তাকে আইনের আওতায় আনা হবে। আমরা কাউকে ছাড় দেব না। সে ছাত্রলীগ করুক, ছাত্রদল করুক বা অন্য দল করুক।’
বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘রিস্টোরেটিভ জাস্টিস’ বিষয়ে এক আর্ন্তজাতিক সম্মেলনের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তিনি।
সাম্প্রতিক ‘বন্দুকযুদ্ধের’ ঘটনাগুলো তারই প্রতিফলন কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘যেটা দেখছেন এটা তার অ্যাকশন আমি বলব না। কয়েকটা বন্দুকযুদ্ধ হয়েছে। সে বন্দুকযুদ্ধে কয়েকজন মারা গেছে। আমরা কোনো সন্ত্রাসীকে ছাড় দেব না।’
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এরা ক্রসফায়ারের শিকার হচ্ছে এটা সঠিক না। র্যাব বলছে এবং পুলিশ বলছে, এগুলো বন্দুকযুদ্ধ।’