হাওর বার্তা ডেস্কঃ আসছে ২৭ সেপ্টেম্বর শাকিব-অপু দম্পতির সন্তান জয়ের বয়স এক বছর পূর্ণ হবে। আর এ দিনটি বেশ জাঁকজমকভাবে পালন করার পরিকল্পনা করছেন অপু বিশ্বাস।
তিনি বলেন, আর কয়েকদিন পরই এক বছরে পা দেবে আমার সন্তান জয়। আমার দিন-রাত কাটে তাকে ঘিরেই। আমি এবার বেশ বড় পরিসরে ভিন্ন আয়োজনে অনুষ্ঠান করার পরিকল্পনা করছি। কাছের আত্মীয়স্বজন, মিডিয়ার সহকর্মী, সাংবাদিকসহ সবাইকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে চাই। এবারের ঈদে আমার সঙ্গে শাকিবের দেখা না হলেও আমার সন্তান জয় তার বাবার সঙ্গে বেশ ভালো সময় কাটিয়েছে। এতেই আমি ভীষণ খুশি। কারণ, ছেলের খুশি এখন আমার কাছে সবকিছু। আশা করি, জন্মদিনের অনুষ্ঠানটি আমরা বেশ ভালোভাবে সম্পন্ন করতে পারব।
মা হওয়ার পর একটু বিরতিতে থাকলেও আবারো কাজে ফিরেছেন অপু। গেল ঈদের আগে চিত্রনায়ক রিয়াজের সঙ্গে তেজগাঁওয়ের কোক স্টুডিওতে নাভানার বিভিন্ন পণ্যের মডেল হিসেবে কাজ করেছেন তিনি। যৌথভাবে এ বিজ্ঞাপনগুলো নির্মাণ করেছেন এস এম সালাউদ্দিন এবং কে এস ফাহিম।