ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

গোলাম সারওয়ার পিআইবির চেয়ারম্যান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০১৫
  • ৫৩০ বার

দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ারকে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে গত সোমবার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তাতে বলা হয়েছে, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হাবিবুর রহমান মিলনের মৃতু্যর কারণে পদটি শূন্য হওয়ায় নতুন চেয়ারম্যান নিযুক্ত হলেন গোলাম সারওয়ার।
সাংবাদিক গোলাম সারওয়ার ১৯৪৩ সালের ১ এপ্রিল বরিশালের বানারীপাড়ায় জন্ম নেন। ষাটের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। তাঁর সাংবাদিকতার সূচনা ১৯৬৩ সালে। কিছুদিন দৈনিক পয়গাম ও পরে দৈনিক সংবাদে বিভিন্ন পদে ১৯৭১-এর ২৫ মার্চ পর্যন্ত কাজ করেন তিনি।
১৯৭১ সালে নিজ এলাকায় মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন গোলাম সারওয়ার। ১৯৭৩ সালে তিনি দৈনিক ইত্তেফাকে যুক্ত হন। ১৯৯৯ সাল পর্যন্ত ওই পত্রিকাতেই ছিলেন তিনি। এর মধ্যে দুই দশক বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৯৯ সালে তাঁর সম্পাদনায় প্রকাশিত হয় দৈনিক যুগান্তর। ২০০৫ সালে গোলাম সারওয়ারের সম্পাদনায় প্রকাশিত হয় দৈনিক সমকাল। বর্তমানে তিনি এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে আছে ছড়াগ্রন্থ ‘রঙিন বেলুন’, প্রবন্ধ সংকলন ‘সম্পাদকের জবানবন্দি’, ‘অমিয় গরল’, ‘আমার যত কথা’, ‘স্বপ্ন বেঁচে থাক’ ইত্যাদি।
২০১৩ সালে সাংবাদিকতায় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদকে ভূষিত হন গোলাম সারওয়ার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

গোলাম সারওয়ার পিআইবির চেয়ারম্যান

আপডেট টাইম : ১১:০৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০১৫

দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ারকে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে গত সোমবার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তাতে বলা হয়েছে, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হাবিবুর রহমান মিলনের মৃতু্যর কারণে পদটি শূন্য হওয়ায় নতুন চেয়ারম্যান নিযুক্ত হলেন গোলাম সারওয়ার।
সাংবাদিক গোলাম সারওয়ার ১৯৪৩ সালের ১ এপ্রিল বরিশালের বানারীপাড়ায় জন্ম নেন। ষাটের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। তাঁর সাংবাদিকতার সূচনা ১৯৬৩ সালে। কিছুদিন দৈনিক পয়গাম ও পরে দৈনিক সংবাদে বিভিন্ন পদে ১৯৭১-এর ২৫ মার্চ পর্যন্ত কাজ করেন তিনি।
১৯৭১ সালে নিজ এলাকায় মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন গোলাম সারওয়ার। ১৯৭৩ সালে তিনি দৈনিক ইত্তেফাকে যুক্ত হন। ১৯৯৯ সাল পর্যন্ত ওই পত্রিকাতেই ছিলেন তিনি। এর মধ্যে দুই দশক বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৯৯ সালে তাঁর সম্পাদনায় প্রকাশিত হয় দৈনিক যুগান্তর। ২০০৫ সালে গোলাম সারওয়ারের সম্পাদনায় প্রকাশিত হয় দৈনিক সমকাল। বর্তমানে তিনি এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে আছে ছড়াগ্রন্থ ‘রঙিন বেলুন’, প্রবন্ধ সংকলন ‘সম্পাদকের জবানবন্দি’, ‘অমিয় গরল’, ‘আমার যত কথা’, ‘স্বপ্ন বেঁচে থাক’ ইত্যাদি।
২০১৩ সালে সাংবাদিকতায় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদকে ভূষিত হন গোলাম সারওয়ার।