গুণী সঙ্গীতশিল্পী সামিনা চৌধুরীর গানের ভক্ত ছড়িয়ে ছিটিয়ে আছেন বিশ্বের বিভিন্ন দেশে। তাদের গান শোনাতে তাকে ঘুরে বেড়াতে হয় এ দেশ থেকে ও দেশ। সেই ধারাবাহিকতায় এবার অস্ট্রেলিয়ার সিডনীতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত এই কণ্ঠশিল্পী। আগামী ১৫ নভেম্বর একটি স্কুলে অনুষ্ঠিত হবে সামিনা চৌধুরীর একক সন্ধ্যা।
সোমবার বিকেলে সামিনা বলেন, ‘আয়োজকদের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আগামী ১৩ নভেম্বর আমি বিমানে উঠব। আমার সঙ্গে যাচ্ছেন চারজন যন্ত্রশিল্পী।’
সিডনির ম্যায়কুউরীফিল্ডস্থ জেমস মিহান স্কুল অডিটরিয়ামে অনুষ্ঠানটির আয়োজক প্রতিষ্ঠান হল বাংলাদেশ আইডল।
‘সাত ভাই চম্পা’খ্যাত জনপ্রিয় গায়িকা সামিনা জানান, মে মাসে আমেরিকা ও কানাডায় তার শো ছিল। কয়েক মাস পর আবার প্রবাসী শ্রোতাদের গান শোনাতে যাচ্ছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রবাসী বাঙালীদের গান শোনাতে ভাল লাগে। মজার ব্যাপার হচ্ছে এ সব আয়োজনে নিজের পছন্দের গান করা হয়ে ওঠেনা। কারণে শ্রোতাদের পছন্দের গান শোনাতে শোনাতে সময় কেটে যায়।’