হাওর বার্তা ডেস্কঃ কথা রাখলেন না ধর্মমন্ত্রী। ‘কাউকে রেখে হজে যাবো না’ -এমন ঘোষণার পরও অনেক হজযাত্রীর হজে যাওয়া নিয়ে অনিশ্চয়তার মধ্যেই গত শনিবার সন্ধ্যায় সৌদি আরব পাড়ি জমিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
এদিকে হজ ফ্লাইট শেষ হয়ে গেছে রোববার দিবাগত মধ্যরাতেই। হজক্যাম্পে নেই দায়িত্বশীল কোনো কর্মকর্তাও। কিন্তু সোমবারও ফাঁকা হয়ে যাওয়া ক্যাম্পে দেখা গেলো একদল হজযাত্রীদের। প্রতারণার শিকার হয়ে হজে যেতে না পেরে আশকোনার হজক্যাম্পে এসে অঝোরে কাঁদছেন এমন ৮১ জন হজযাত্রী।