জাতীয় নির্বাচনে সেনাবাহিনী নামানোর পক্ষে মুসলিম লীগ

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় নির্বাচনের ৩ মাস আগে সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার ও একমাস আগে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে মাঠে নামানোর সুপারিশ করেছে বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) । সোমবার (২৮ আগস্ট) নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান দলের সভাপতি ড. এ এইচ এম কামরুজ্জামান খান । কামরুজ্জামান বলেন, তারা ইসির কাছে ১১ দফা সুপারিশ করছে। নিরপেক্ষ সহায়ক সরকার বা তত্ত্বাবধায়ক সরকাের অধীনে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে । ভোট কেন্দ্র পুলিং এজেন্টের স্বাক্ষর নিয়ে কেন্দ্রেই ফলাফল ঘোষণা করার ব্যবস্থা করতে হবে। মুসলিম লীগের মহাসচিব শেখ জুলফিকার চৌধুরী বলেন, আমরা লিখিতভাবে ইসির কাছে ১১টি দাবি জানিয়েছি। আমরা নির্বাচনের তারিখের ৩০ দিন পূর্বে ও নির্বাচনের পরের ১৫ দিন পর্যন্ত বিচারিক ক্ষমতাসহ সেনা মোতায়েন রাখার কথা বলেছি । কেন্দ্রে গিয়ে ভোটাররা যাতে অবাধে ভোট দিতে পারেন তা নিশ্চিত করা, কালো টাকা ও পেশীশক্তিমুক্ত নির্বাচন করা, নিরপেক্ষ স্থানে ভোট কেন্দ্র স্থাপন করা, কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা, প্রকাশ্যে ভোট গণনা শেষে প্রত্যেক প্রার্থীর এজেন্টের স্বাক্ষর নিয়ে ভোটের ফলাফল প্রকাশ করার প্রস্তাব দিয়েছি। জুলফিকার বুলবুল আরও বলেন, সেনা মোতায়েনের ব্যাপারে সিইসি বলেছেন সেনা মোতায়েনে পক্ষে-বিপক্ষে মত এসেছে । আমরা পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেব ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর