হাওরের ডিঙ্গির বুকে মিটি মিটি করে জ্বলা প্রদীপের প্রভা
আমাকে হাঁটতে শেখায় ।
জলের শব্দে ঢেউয়ের তালে
আমাকে জাগতে শেখায়।
আমি হাঁটতে হাঁটতে
জেগে ওঠি
আমি আমাতেই ঝরি
আমাতেই ফুটি।
চারদিকে জল
মাঝখানে স্থল
দ্বীপের মতো গাঁ,চ
বাউলের সুর
কে গায় নিগূঢ়
গভীর নিশিতে বেদম ছুটি,
আমি আমাতেই ঝরি
ঠিক আমাতেই ফুটি!!!
সংবাদ শিরোনাম
হাওরের ডিঙ্গির বুকে – হোসাইন জাকির
- Reporter Name
- আপডেট টাইম : ০৯:৩৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০১৭
- ৩৫২ বার
Tag :
জনপ্রিয় সংবাদ