হাওর বার্তা ডেস্কঃ সৌদি বাদশাহর আমন্ত্রণে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
রোববার ভোর ৬টায় সৌদি এয়ারলাইনস যোগে জেদ্দার উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবেন তিনি।
হজ পালনের জন্য এরশাদের সঙ্গে সৌদি আরব যাচ্ছেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপি, তার স্ত্রী দলের প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রত্না হাওলাদার এমপি ও মেজর (অব.) খালেদ আখতার।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী জানান, সৌদি আরবের সঙ্গে পার্টির চেয়ারম্যানের ঘনিষ্ট সম্পর্ক দীর্ঘদিনের। তারই ধারাবাহিকতায় সৌদি আরবের বাদশাহ তাকে পবিত্র হজ পালনের জন্য বিশেষ আমন্ত্রণ জানান। রোববার ভোরে তিনি জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।