হাওর বার্তা ডেস্কঃ জাতীয় মাছ ইলিশ বাংলাদেশের ‘ভৌগলিক নির্দেশক’ (জিওগ্রাফিক্যাল ইনডিকেশন-জিআই) পণ্য হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের উপস্থিতিতে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকের হাতে এ সনদ তুলে দেওয়া হয়।
বাংলাদেশের দ্বিতীয় পণ্য হিসেবে ইলিশ শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর থেকে জিআই সনদ পেল। এর আগে বাংলাদেশের প্রথম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় জামদানি শাড়ি।
গত বছর মৎস্য অধিদপ্তর জাতীয় মাছ ইলিশকে ভৌগলিক নির্দেশক পণ্য (জিআই) হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করে। সেই আবেদন পরীক্ষা-নিরীক্ষা করে ১ জুন গেজেট প্রকাশের পর এ বিষয়ে কারো কোনো আপত্তি না থাকায় ইলিশের নিবন্ধন নিশ্চিত হয়।
সংবাদ শিরোনাম
ইলিশের জিআই নিবন্ধন পেল বাংলাদেশ
- Reporter Name
- আপডেট টাইম : ০৭:১১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০১৭
- ৩৪৮ বার
Tag :
জনপ্রিয় সংবাদ