হাওর বার্তা ডেস্কঃ ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অপি করিম পবিত্র হজ পালন করতে সৌদি আরব যাচ্ছেন আগামীকাল শুক্রবার। বাবা-মাও তার সঙ্গে যাচ্ছেন। অপির হজ পালনের বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী এনামুল করিম।
অপি করিম মিডিয়াতে আসেন ১৯৯৯ সালে। লাক্স ফটোজেনিক প্রতিযোগিতায় ‘মিস ফটোজেনিক’ হয়েই পা রাখেন মিডিয়া পাড়ায়। এরপর ধারাবাহিকভাবে ছোটপর্দায় কাজ করেন। এক সময় চলচ্চিত্রে কাজ শুরু করেন। তবে চলচ্চিত্রে ততটা সফল হননি।
এক দশক কাজ করার পর অনিয়মিত হয়ে পড়েন অপি করিম। তিনি বর্তমানে পেশা হিসেবে বেছে নিয়েছেন শিক্ষকতা। ছোটপর্দা ছাড়াও উপস্থাপনা ও বিজ্ঞাপন চিত্রে কাজ করেছেন জনপ্রিয় এই অভিনেত্রী।