হাওর বার্তা ডেস্কঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নে বন্যার্ত ১৩’শ পরিবারের মাঝে আজ বৃহস্পতিবার জিআর এর চাল বিতরণ করা হয়েছে।
জানাগেছে, উপজেলার কচুয়া ইউনিয়নের বন্যার্ত দুস্থ্য পরিবারের জন্য সরকারী ভাবে ১৩ মে:টন চাল বরাদ্দ করা হয়। উল্লেখিত বরাদ্দকৃত চাল জনপ্রতি ১০ কেজি করে বন্যার্ত ১৩’শ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
বিতরণকালে রিলিফ অফিসার প্রভাষ চন্দ্র, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান, ইউপি সচিব আব্দুল লতিফ, ইউপি সদস্য তাজুল ইসলাম, হাবিজার রহমান, আইয়ুব হোসেন, হবিবর রহমান, শাজাহান আলী উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান মাহবুবর রহমান জানান, প্রায় ১৫ হাজার পরিবার পানি বন্দী এবং কিছু কিছু পরিবার অন্যের বাড়ীতে দিনাতীপাত করছে। চাহিদার তুলনায় বরাদ্দ কম হওয়ায় জিআর এর চাল বিতরণে আমাদের হিমশিম খেতে হচ্ছে।
তিনি আরও জানান, উপজেলার সাথে রাজধানী ঢাকার যোগাযোগের একমাত্র সড়ক মানিকগঞ্জ বাজার সংলগ্ন ব্রীজের দুই পার্শ্বে এপ্রোচের মাটি বন্যার পানির তোড়ে ধ্বসে যাওয়ায় রাতদিন পাহাড়া দিয়ে হাজার হাজার বালুর বস্তা ফেলে ভাঙ্গন রোধ করার চেষ্টা চালানো হচ্ছে।