হাওর বার্তা ডেস্কঃ নাটোরের লালপুরে দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদ মাঠে আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকালে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নাটোর-১ (লালপুর-বাগাতীপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, যুগ্ন সাধারন সম্পাদক আলাউদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক খায়রুল বাসার ভাদু।
আরও বক্তব্য রাখেন, দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও চেয়ারম্যান আব্দুল হান্নান, লালপুর উপজেলা ছাত্র লীগের সাধারন সম্পাদক সজিব রানা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা জিয়াউর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।