হাওর বার্তা ডেস্কঃ সংবিধানের ষোড়শ সংশোধনীর রায় নিয়ে সৃষ্ট চলমান বিতর্ক অবসান ঘটাতে প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
হাসানুল হক ইনু বলেন, ‘ষোড়শ সংশোধনী নিয়ে রাজনৈতিক বক্তব্য দিয়ে প্রধান বিচারপতি নিজেই বিতর্কের সূচনা করছেন। এখন স্বপ্রণোদিত হয়ে তিনি পদত্যাগ করলেই এ বিতর্কের অবসান ঘটাতে পারে।