হাওর বার্তা ডেস্কঃ ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘুমিয়ে আছেন। তবে বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেল নাগাদ তাকে ঘুম থেকে জাগিয়ে তোলা হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন মেয়রের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান।
তিনি বলেন, ‘গত দুই দিন ধরে স্যারের (আনিসুল হক) ওপর প্রয়োগ করা ঘুমের ওষুধের মাত্রা কমিয়ে আনা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বাংলাদেশ সময় বিকেল ৩-৪টার দিকে স্বাভাবিকভাবেই ঘুম থেকে উঠবেন আনিসুল হক।’
২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে মেয়র আনিসুল লন্ডনে যান। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। ১৩ আগস্ট হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা জানান তিনি সেরিব্রাল ভাসকুলাইটিস (মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ) রোগে আক্রান্ত।
মেয়র আনিসুল হক আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন। তবে চিকিৎসকরা তার সমস্যাটা ঠিক ধরতে পারেননি বলে জানা যায়।