ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ শিশু অধিকার উন্নয়নে অগ্রগতি লাভ করেছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৪:০১ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০১৭
  • ২৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল মান্নান বলেছেন, বাংলাদেশ শিশু অধিকার উন্নয়নে অগ্রগতি লাভ করেছে।

সোমবার ইউজিসি মিলনায়তনে কমিউনিকেশন ফর ডেভেলপমেন্টের (সিফরডি) ওপর পাঠ্যক্রম প্রণয়ন এবং এ খাতে গবেষণা কার্যক্রমে উৎসাহ প্রদানে তিন দিনব্যাপী এক জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান চলবে আগামী ২৩ আগস্ট পর্যন্ত।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধন করেন। অনুষ্ঠানে ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি এডওয়ার্ড বেগবেডার বিশেষ অতিথি ছিলেন।

ইউনিসেফের উদ্যোগকে স্বাগত জানিয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, জাতীয় এ কর্মশালা দেশে উচ্চশিক্ষার উন্নয়নে অনবদ্য ভূমিকা পালন করবে। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নেও সিফরডি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

বাংলাদেশে বাল্যবিবাহ, স্যানিটেশন এবং শিশু অধিকারের ওপর গুরুত্ব আরোপ করে ইউজিসি চেয়ারম্যান বলেন, বাংলাদেশের এসব সমস্যা মোকাবিলায় বিশ্ববিদ্যালয়সমূহের অন্তর্ভূক্তির বিষয়টি একটি বড় পদক্ষেপ।

স্বাগত বক্তব্যে এডওয়ার্ড বেগবেডার বলেন, শিশুর অধিকার প্রতিষ্ঠা ও সমাজের অগ্রগতির জন্য সমন্বিত পদ্ধতির প্রয়োজন। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়সমূহ সিফরডি বাস্তবায়নে শিক্ষার্থীদের গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে ইউজিসির সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম, ইউজিসি সচিব ড. মো. খালেদসহ ১৬টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং ইউনিসেফ ও ইউজিসির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

বাংলাদেশ শিশু অধিকার উন্নয়নে অগ্রগতি লাভ করেছে

আপডেট টাইম : ০৫:৩৪:০১ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল মান্নান বলেছেন, বাংলাদেশ শিশু অধিকার উন্নয়নে অগ্রগতি লাভ করেছে।

সোমবার ইউজিসি মিলনায়তনে কমিউনিকেশন ফর ডেভেলপমেন্টের (সিফরডি) ওপর পাঠ্যক্রম প্রণয়ন এবং এ খাতে গবেষণা কার্যক্রমে উৎসাহ প্রদানে তিন দিনব্যাপী এক জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান চলবে আগামী ২৩ আগস্ট পর্যন্ত।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধন করেন। অনুষ্ঠানে ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি এডওয়ার্ড বেগবেডার বিশেষ অতিথি ছিলেন।

ইউনিসেফের উদ্যোগকে স্বাগত জানিয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, জাতীয় এ কর্মশালা দেশে উচ্চশিক্ষার উন্নয়নে অনবদ্য ভূমিকা পালন করবে। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নেও সিফরডি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

বাংলাদেশে বাল্যবিবাহ, স্যানিটেশন এবং শিশু অধিকারের ওপর গুরুত্ব আরোপ করে ইউজিসি চেয়ারম্যান বলেন, বাংলাদেশের এসব সমস্যা মোকাবিলায় বিশ্ববিদ্যালয়সমূহের অন্তর্ভূক্তির বিষয়টি একটি বড় পদক্ষেপ।

স্বাগত বক্তব্যে এডওয়ার্ড বেগবেডার বলেন, শিশুর অধিকার প্রতিষ্ঠা ও সমাজের অগ্রগতির জন্য সমন্বিত পদ্ধতির প্রয়োজন। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়সমূহ সিফরডি বাস্তবায়নে শিক্ষার্থীদের গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে ইউজিসির সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম, ইউজিসি সচিব ড. মো. খালেদসহ ১৬টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং ইউনিসেফ ও ইউজিসির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।