১৫ আগস্ট বাংলাদেশের সর্বনাশের দিন

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘১৫ আগস্ট বাংলাদেশের সর্বনাশের দিন। ৪০ বছর আগের এই দিনে বাংলাদেশ হারিয়ে ছিল তার স্থপতিকে, আমরা হারিয়েছিলাম পিতাকে।’

জাতীয় শোক দিবস উপলক্ষে সখিপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের উদ্যোগে বঙ্গবীরের বাসভবনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের অধিবাসীরা আমাদের দেশে আসতো স্কলারশিপ নিয়ে পড়াশুনা করতে, বঙ্গবন্ধুর অনুপস্থিতির কারণে আজ সেই মালয়েশিয়া-সিঙ্গাপুরে এখন আমাদের সন্তানেরা যায় মজুর খাটতে।’

সখিপুর উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম লালের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- খন্দকার বজলুর রহমান বাবুল, অধ্যাপক জুলফিকার শামীম, আলমগীর সিদ্দিকী, দেলোয়ার মাস্টার, আশিক জাহাঙ্গীর, হাবিবুন নবী সোহেল প্রমুখ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর