জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে টুঙ্গিপাড়ায় তার সমাধিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকাল সোয়া ১০টায় তিনি সমাধি বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এ শ্রদ্ধা জানান।
সেখানে তিনি ফাতেহা পাঠ এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করেন। পরে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন। জাতির জনকের প্রতি প্রদর্শন করা হয় রাষ্ট্রীয় সালাম। বিউগলে বেঁজে ওঠে করুণ সুর। বেদীমূলে কিছুক্ষণ তিনি নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময় প্রধানসন্ত্রী শেখ হাসিনা অশ্রুসজল হযে পড়েন। পরে তিনি ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে জাতির জনকের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এসময় জাতীয় সংসদের স্পীকার শিরীন শারমীন চৌধুরী, ডেপুটি স্পীকার ফজলে রাব্বি মিয়া, চীফ হুইপ আ স ম ফিরোজ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারাফ হোসেন, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, নৌমন্ত্রী শাজাহান খান, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ,ক,ম মোজাম্মেল হক, বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মোশারফ হোসেন, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, আওয়ামী লীগ সভাপতি মন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, শেখ হেলাল উদ্দিন, আবুল হাসানাত আব্দুল্লাহ, বাহাউদ্দিন নাসিম, বিএম মোজাম্মেল হক, কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, এবিএম মহিউদ্দিন চৌধুরী, ব্যারিস্টার ফজলে নূর তাপস, মন্ত্রী পরিষদ সচিব মোশারফ হোসেন ভুইয়া, সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মো. সফিউল হক, নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল ফরিদ হাবিব, বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরার, পুলিশের আইজিপি একেএম শহিদুল হক, র্যাবের ডিজি বেনজির আহমেদসহ সামরিক বে-সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে তিনি বঙ্গবন্ধু ভবনে যান এবং সেখানে অবস্থান করেন। বেলা সাড়ে ১০টায় মাজার কমপ্লেক্স মসজিদে জেলা প্রশাসনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহিফল অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফর সঙ্গীরা মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন।
সংবাদ শিরোনাম
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- Reporter Name
- আপডেট টাইম : ১০:০৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০১৫
- ২৬০ বার
Tag :
জনপ্রিয় সংবাদ