হাওর বার্তা ডেস্কঃ টাঙ্গাইলের মির্জাপুরে আত্মরক্ষার্থে বিদ্যালয়ে কিশোরীদের কুংফু কারাতে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে দশটায় উপজেলা সদরের পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন এই কুংফু কারাতে প্রশিক্ষণের উদ্বোধন করেন।
মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মেয়েদের সাহায্য সহযোগিতা করার জন্য তার অফিসে ‘কন্যা সাহসিকা’ নামে একটি সেল গঠন করেছেন। সেই সেলের অধীনে ‘আত্মরক্ষার্থে, শিখি কুংফু কারাতে’ এই স্লোগান নিয়ে মির্জাপুরে শুরু হলো কিশোরীদের আত্মরক্ষণের কৌশল শিক্ষণ প্রশিক্ষণ। এ উপলক্ষে বিদ্যালয় মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় বক্তৃতা করেন নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন, টাঙ্গাইলের মানব প্রগতি সংঘের নির্বাহী পরিচালক মানবাধিকার কর্মী মাহমুদা শেলী, উপজেলা শিক্ষা অফিসার মো. খলিলু রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন মোল্লা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিন ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মো. আনোয়ার হোসেন, মানবাধিকার কর্মী মনিরা আহমেদ প্রমুখ।
প্রশিক্ষণ নিতে আসা ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী সানু আক্তার, ৭ষ্ঠ শ্রেণির ছাত্রী রেজোয়ানা দিনা, লাবন্য আক্তার, ৮ম শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার, মাহমুদা আক্তার, নবম শ্রেণির ছাত্রী মিতু সরকার, তমালিকা প্রশিক্ষণের বিষয়ে বলেন, এই প্রশিক্ষণ আমাদের আত্মরক্ষার্থে অনেক কাজে আসবে। সব মেয়েদের এই প্রশিক্ষণ গ্রহণ করা দরকার। তারা সরকারি ভাবে সকল শিক্ষা প্রতিষ্ঠানে কুংফু কারাতের আয়োজন করতে বলেন। প্রশিক্ষণের প্রথম দিনে প্রায় ৫০ জন কিশোরী প্রশিক্ষণে অংশ নেয়। প্রশিক্ষক দেন টাঙ্গাইলের একসিস ইয়োগা সেন্টারের শিক্ষক ব্ল্যাকবেল্ট হোল্ডার খন্দকার সাব্বির হোসেন।
ব্ল্যাকবেল্ট হোল্ডার খন্দকার সাব্বির হোসেন বলেন, সকলের জন্যই এই প্রশিক্ষণ দরকার। বিভিন্ন দুর্ঘটনা থেকে নিজেকে রক্ষার্থে এই প্রশিক্ষণ মেয়েদের জন্য খুবই প্রয়োজনীয়। নেপালে সরকারি ভাবে ১৮৫টি প্রশিক্ষণ ক্যাম্প রয়েছে। যা আমাদের দেশে নেই। সরকারি ভাবে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার বলে তিনি উল্লেখ করেন।
নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন বলেন, মেয়েদের আত্মরক্ষা এবং তাদের মধ্যে আত্মবিশ্বাসী করে গড়ে তোলার লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। তিনি নিজ নিজ স্থান থেকে আত্মসচেতন হয়ে গঠণমূলক দেশ ও জাতি গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।
প্রতি শুক্রবার এই বিদ্যালয় মাঠে এসে এ এলাকার যে কোনো কিশোরী প্রশিক্ষণ নিতে পারবেন বলে তিনি জানান।