টালিউডের জনপ্রিয় নায়িকাদের অন্যতম শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ‘সে দিন দেখা হয়েছিল’খ্যাত এ নায়িকার জন্মদিন শুক্রবার (১৪ আগস্ট)। আর দিনটি কাটালেন একদম অন্যরকম আয়োজনে।
শ্রাবন্তী ফ্যান ক্লাবের উদ্যোগে শুক্রবার কলকাতার অদূরে সল্টলেকের একটি রেস্টুরেন্টে আয়োজিত হয় তার জন্মদিন। এ উপলক্ষে সারাদিনই ব্যস্ততার মধ্যে কাটছে ‘কোকাকোলা’ গার্লের। তবে ফ্যান ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো জন্মদিন পালনকে স্পেশাল বলে জানিয়েছেন শ্রাবন্তী।
তিনি আরও জানান, সারাদিনই অসংখ্য শুভেচ্ছা ও উপহার পেয়েছেন। তবে তার দর্শকদের ভালবাসা তার কাছে সবচেয়ে বড় উপহার।
শ্রাবন্তী ১৯৯৭ সালে ‘মায়ার বাঁধন’-এ অভিনয়ের মাধ্যমে রূপালী পর্দায় পা রাখেন। মূলত ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘চ্যাম্পিয়ন’ তাকে প্রথমসারিতে নিয়ে আসে। কিছুদিন পরই পরিচালক রাজিব বিশ্বাসকে বিয়ে করে পুরোপুরি সংসারি হয়ে যান। ২০০৮ সালে ‘ভালবাসা ভালবাসা’-এর মাধ্যমে অভিনয়ে ফিরে আসেন। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দিওয়ানা’, ‘গয়নার বাক্স’, ‘বিন্দাস’, ‘কানামাছি’, ‘মজনু’ ও ‘বুনোহাঁস’। বর্তমানে রাজ চক্রবর্তীর ‘কাঠমাণ্ডু’সহ বেশ কিছু সিনেমায় তিনি অভিনয় করছেন।