ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ নিন্ম মধ্যবিত্য দেশে পরিণত হয়েছে : চুমকি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০১৫
  • ৪০৭ বার

মহিলা ও শিশু প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে দেশের অর্থনৈতিকভাবে ক্ষতি করেছিলো স্বাধীনতা বিরোধীরা। আজ শুক্রবার সকালে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর হাইস্কুল মাঠে আইসিভিজিডি প্রকল্পের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিশু প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশ হবে। যে দেশ অর্থনৈতিক, সামাজিকভাবে সমৃদ্ধ হবে। কিন্তু তাকে স্বপরিবারে হত্যার মধ্য দিয়ে সে স্বপ্নকে বাধাগ্রস্ত করা হয়। কিন্তু স্বাধীনতার এতো বছর পরে আবারো দেশে উন্নয়ন শুরু হয়েছে। সে দিন বেঁচে যাওয়া বঙ্গবন্ধুর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা গড়ার কাজ পুনরায় শুরু হয়েছে। তার নেতৃত্বেই এদেশ এটি নিন্ম মধ্যবিত্য দেশে পরিণত হয়েছে।
তিনি আরো বলেন, আগামী ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে বর্তমানে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। দেশের দুস্থদের ভাগ্যের পরিবর্তন করতে পারলেই এ দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব। এ লক্ষেই দেশের ২১টি উপজেলায় আইসিভিজিডি প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে। পাইলট প্রজেক্ট হিসেবে এই প্রোগ্রামকে হাতে নেওয়া হয়েছে। এটি সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হলে দেশের প্রতিটি উপজেলায় এই কর্মসূচি হাতে নেওয়া হবে। তিনি সকলকে সঠিকভাবে এই প্রকল্পের কাজ করার জন্য আহ্বান জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল আহসানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ডাব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর মিস ক্রিষ্টা রেজার, ডিএফআইডির কান্ট্রি ডিরেক্টর মি. গ্রাহাম গাসা, মহিলা ও শিশু মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহিনা আহমদ চৌধুরী, অতিরিক্ত সচিব বিকাশ কুমার দাস, ভারপ্রাপ্ত জেলা পুলিশ সুপার জিয়াউল হাসান তালুকদার, এশিয়া ব্যাংকের উপ মহাব্যবস্থাপক আরফান আলী, এনডিপির নির্বাহী পরিচালক আলাউদ্দিন, চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী, বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হাসান, বেলকুচি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী শহিদুর রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন।
পরে মন্ত্রী পাঁচজন দুঃস্থ মহিলাকে চাউল প্রদান ও নগদ অর্থ প্রদান করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ নিন্ম মধ্যবিত্য দেশে পরিণত হয়েছে : চুমকি

আপডেট টাইম : ০৭:০৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০১৫

মহিলা ও শিশু প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে দেশের অর্থনৈতিকভাবে ক্ষতি করেছিলো স্বাধীনতা বিরোধীরা। আজ শুক্রবার সকালে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর হাইস্কুল মাঠে আইসিভিজিডি প্রকল্পের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিশু প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশ হবে। যে দেশ অর্থনৈতিক, সামাজিকভাবে সমৃদ্ধ হবে। কিন্তু তাকে স্বপরিবারে হত্যার মধ্য দিয়ে সে স্বপ্নকে বাধাগ্রস্ত করা হয়। কিন্তু স্বাধীনতার এতো বছর পরে আবারো দেশে উন্নয়ন শুরু হয়েছে। সে দিন বেঁচে যাওয়া বঙ্গবন্ধুর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা গড়ার কাজ পুনরায় শুরু হয়েছে। তার নেতৃত্বেই এদেশ এটি নিন্ম মধ্যবিত্য দেশে পরিণত হয়েছে।
তিনি আরো বলেন, আগামী ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে বর্তমানে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। দেশের দুস্থদের ভাগ্যের পরিবর্তন করতে পারলেই এ দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব। এ লক্ষেই দেশের ২১টি উপজেলায় আইসিভিজিডি প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে। পাইলট প্রজেক্ট হিসেবে এই প্রোগ্রামকে হাতে নেওয়া হয়েছে। এটি সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হলে দেশের প্রতিটি উপজেলায় এই কর্মসূচি হাতে নেওয়া হবে। তিনি সকলকে সঠিকভাবে এই প্রকল্পের কাজ করার জন্য আহ্বান জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল আহসানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ডাব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর মিস ক্রিষ্টা রেজার, ডিএফআইডির কান্ট্রি ডিরেক্টর মি. গ্রাহাম গাসা, মহিলা ও শিশু মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহিনা আহমদ চৌধুরী, অতিরিক্ত সচিব বিকাশ কুমার দাস, ভারপ্রাপ্ত জেলা পুলিশ সুপার জিয়াউল হাসান তালুকদার, এশিয়া ব্যাংকের উপ মহাব্যবস্থাপক আরফান আলী, এনডিপির নির্বাহী পরিচালক আলাউদ্দিন, চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী, বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হাসান, বেলকুচি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী শহিদুর রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন।
পরে মন্ত্রী পাঁচজন দুঃস্থ মহিলাকে চাউল প্রদান ও নগদ অর্থ প্রদান করেন।